WB Class 11 Bengali Suggestion 2024 {Download} Last Minute Preparation

The West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Board Chapter Wise Bengali Subject Suggestion for the upcoming exam in 2024 is provided below. The WB Board Class 11 Bengali Last Minute Free Questionnare will be helpful for your upcoming exam and you can easily downlaod the question paper and prepare accordingly for getting good marks in the exam.

ALSO READ – WB Board Class 11 English Suggestion 2024

If you have any question related to the Suggestion Question and Answers, then you can comment below. The free suggestion consists of questions of Multiple Choice (MCQ) type, short question (SAQ) and Long Question (LAQ) type.

কর্তার ভূত :

1) ” প্রশ্ন মাত্রেরই দোষ এই ” – দোষটি কী ? এর ফলে কী অবস্থা হয় ? 

2) “মানুষের মৃত্যু আছে, ভূতের তাে মৃত্যু নেই।”-কে, কোন্ প্রসঙ্গে কথাটি বলেছে? উক্তিটির তাৎপর্য লেখাে। 

3) কর্তার ভূত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো

4) “ তারা ভয়ংকর সজাগ আছে । ” কাদের কথা বলা হয়েছে ? তারা কেন সজাগ থাকে ? 

5) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কর্তার ভূত’ ছােটোগল্প অবলম্বনে ভূতগ্রস্ত দেশবাসী এবং বিদেশিদের ঘােরানাে ঘানির তুলনামূলক আলােচনা করাে।

তেলেনাপোতা আবিষ্কার :

1) “ মনে হবে তেলেনাপোতা ব’লে কোথায় কিছু সত্যি নেই । ” একথা কার মনে হবে ? এই মনে হওয়ার কারণ কী ? 

2) ” আপনার আসল উদ্দেশ্য নিশ্চয়ই বিস্মৃত হবেন না ” – উদ্দেশ্যটি কী ? ব্যক্তি কী করল ?

3) ‘কে নিরঞ্জন এলি?’— নিরঞ্জন কে? কোন্ পরিস্থিতিতে গল্প কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন?

4) তেলেনাপোতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো । 

ডাকাতের মা :

1) “ ডাকাতের মা – ও আসলে সাধারণ মা ” —গল্পে কীভাবে বোঝা যায় ?

2) ” ছেলের নামে কলঙ্ক এনেছে সে । ” কে ছেলের নামে কলঙ্ক এনেছে ? ‘ কলঙ্ক ‘ শব্দটি ব্যবহারের কারণ কী ? 

3) “মা তখনও মেঝেতে পড়ে ডুকরে কাঁদছে।”—কার মায়ের কথা বলা হয়েছে? মায়ের কান্নার কারণ আলোচনা করে বুঝিয়ে দাও।

4) ডাকাতের মা ছোটগল্প অবলম্বনে সৌখীর চরিত্র বিশ্লেষণ করাে।

নীলধ্বজের প্রতি জনা :

1) “ হতজ্জন আজি কি হে পুত্রের বিহনে ” – বস্তা কখন  এই মন্তব্যটি করেন ? এর কারণ কী ?

2) “ মহারথী – প্রথা কি হে এই , মহারথি ? ” কার প্রতি কে এই উত্তি করেছেন ? ‘ মহারথী প্রথা ‘ কী ? কে , কীভাবে তা লঙ্ঘন করেছেন ? 

3) ‘নীলধ্বজের প্রতি জনা’ কবিতায় জনা অর্জুনের কাপুরুষতাৱ কী কী দৃষ্টান্ত তুলে ধরেছেন?

4) “কি কহিবে, কহ/যবে দেশ-দেশান্তরে জনরব লবে/এ কাহিনি,”—মন্তব্যটির তাৎপর্য আলােচনা করাে।

বাড়ির কাছে আরশীনগর :

1) “ আমি একদিন না দেখিলাম তারে ” – কে , কাকে দেখেননি ? আক্ষেপের কারণ কী ? 

2) “ যম – যাতনা যেত দূরে ” – যম যাতনা কী ? কীভাবে দূর হবে ? 

3) ‘লক্ষ যোজন ফাঁক রে’—ফাঁকের কারণ কী?

4) আমি বাঞ্ছা করি দেখব তারি’—বক্তা কাকে দেখতে চান? কীভাবে তাঁর দর্শন পাওয়া সম্ভব হবে?

নুন :

1) “ কী হবে দুঃখ করে ? ” কীসের দুঃখ ? কবির কাছে দুঃখ অর্থহীন কেন ? 

2) ‘আমরা তো অল্পে খুশি’—অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি ‘নুন’ কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও।

3) আমাদেৱ শুকনাে ভাতে লবণের ব্যবস্থা হােক।”—কে বলেছে? এ দাবি কার কাছে? কেন?

গালিলিও :

1) “ দুঃখ কষ্টে গালিলিওর জীবনের শেষ ৯ বৎসর কাটলো । ” গ্যালিলিওর জীবনের এরূপ পরিণতির কারণ কী ? 

2) “ এতে গালিলিওর আমোদ লাগল ” – গ্যালিলিওর আমোদ লাগার কারণ কী , ব্যাখ্যা করো । 

3) ‘নিজের দূরবিন নিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন’—গালিলিও কী কী আবিষ্কার করলেন? এইসব আবিষ্কার সনাতনপন্থীদের মধ্যে কী প্রভাব ফেলল ?

গুরু :

1) “ ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁচ্ছায় না । ” সেখানে তলোয়ার না পৌঁছানোর কারণ কী ? 

2) “ ভাই তোরা সব কাজই করতে পাস ? ” কে , কাকে এ প্রশ্ন করেছে ? বক্তার এই প্রশ্নের কারণ কী ? 

3) গুরু’ নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন্ ঘটনাটিকে তােমার সবচেয়ে আকর্ষণীয় বলে মনে হয়েছে তা লেখাে।

4) ‘তোমরা বোঝাবে মরো, আমি হালকা হয়ে বসে আছি’—কে, কোন প্রসঙ্গে এই মন্তব্য? এই মন্তব্যের মধ্যে দিয়ে কী বোঝাতে যাওয়া হয়েছে?

Download WB Board Class 11 Bengali Suggestion PDF

You can download the Suggestion given in this article in just a single click. Go to the link below in order to grab the suggestion file. This is a PDF file and completely free of cost. You can share with your classmate and prepare the questions and answers for your upcoming exam of Class 11.

Do not forget to log on to www.wbboardsolution.com for Class 11 Suggestion 2024 for all subjects.

Download Class 11 Bengali Suggestion PDFClick Here to Download
See All Subject Class 11 Suggestion 2024Click Here to Read