Madhyamik Bengali Suggestion 2024: Download West Bengal Madhyamik 2024 Bengali Suggestion in English Bengali Language PDF. WBBSE Madhyamik Bengali Suggestion will be very beneficial to the students who are appearing in the upcoming exam. Very Very Important & Common Questions of Madhyamik Bengali Exam have been given as last minute suggestion for Madhyamik Bengali 2024. মাধ্যমিক বাংলা পরীক্ষার সাজেশন ডাউনলোড link has been provided here.
Madhyamik Bengali Suggestion 2024 Highlights
Name of the Exam | West Bengal Higher Secondary Bengali Exam |
Session | 2024 |
Subject Name | Bengali |
Exam Date | 2 Feb 2024 to 12 Feb 2024 |
Board Name | WBBSE |
Suggestion Success rate | 100% Sure |
Location | West Bengal |
Official Website | wbchse.wb.gov.in |
Madhyamik Examination Last Time Suggestions 2024
Madhyamik English MCQ Suggestion 2024 | Click Here |
Madhyamik Geography MCQ Suggestion 2024 | Click Here |
Madhyamik Geography Suggestion 2024 | Click Here |
Madhyamik History MCQ Suggestion 2024 | Click Here |
Madhyamik Life Science MCQ Suggestion 2024 | Click Here |
Madhyamik History Suggestion 2024 | Click Here |
Madhyamik Life Science Suggestion 2024 | Click Here |
Madhyamik Physical Science MCQ Suggestion 2024 | Click Here |
Madhyamik Physical Science Suggestion 2024 | Click Here |
West Bengal Madhyamik 2024 Bengali Suggestion
Here we have provided some important questions answers for the Madhyamik Exam in Bengali Language. You can solve the common questions for Bengali subject of class 10 for best results.
1) সিরাজউদ্দৌলা অবলম্বনে মীরজাফরের চরিত্র আলোচনা কর.
2) কবি কাদের প্রদীপ তুলে ধরার কথা বলেছেন ?
3) গল্পে লেখক হিন্দু-মুসলমান সম্প্রীতির যে ছবি ফুটিয়ে তুলেছেন তা আলোচনা কর.
4) হিমানীর বাঁধ কি ?
5) গল্প ছাপা হলেও তখন খুশি হতে পারে না কেন ? তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল ?
6) “আমাদের পথ নেই আর” অভির এরকম উক্তির কারণ কি ? তিনি এর জন্য কি করনীয় মনে করেন ?
7) বাহালি বৌদি কে ? পাঠান বাহালি বৌদিকে কি বলেছিলেন ? পাঠানের বলা গল্পটি সংক্ষেপে লেখ.
8) অসুখী একজন কবিতায় কবি বিশ্ব স্বাস্থ্যের যে বার্তা দিয়েছেন তা আলোচনা কর | এই কবিতার নামকরণের সার্থকতা লেখ.
9) হারিয়ে যাওয়া কালি কলম সহজে কালি তৈরির পদ্ধতি লেখ.
10) “হাই বিধি বাম মম প্রতি”- বক্তা কে ? তার এ কথা বলার কারণ কি ?
11) “ওরা ভয়ে কাঠ হয়ে গেল” ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? ভয়ে কাঠ হওয়ার কারণ কি ?
12) ঋষি বালক বলতে কাদের বোঝানো হয়েছে ?
13) কত সময় ধরে সখিরা অচৈতন্য কন্যাদের চিকিৎসা কড়েছিল ?
14) “পথেরদাবী” গল্পের অপূর্ব সব্যসাচী চরিত্র আলোচনা কর.
15) “আফ্রিকা” কবিতার বিষয়বস্তু আলোচনা কর.
16) “নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে” নদী বিদ্রোহের কারণ কি বক্তা তা কিভাবে অনুমান করেছিল ?
17) রাবণ ও ইন্দ্রজিতের সাক্ষাৎ কথোপকথন লেখ.
18) কোনির দু চোখ চলে এসেছিল কেন? এর পর কি হয়েছিল ?
19) “ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়” কাদের কেন ধুকপুকুনি বন্ধ হবার জোগাড় ?
20) “বিধি মরে না কর নৈরাশ” – প্রসঙ্গ উল্লেখ করে এইরকম ভাবনার কারন আলোচনা কর.
21) গল্প শুনিয়ে হরিদা কেন গম্ভীর হয়ে গিয়েছিল এই গল্পে দেখানো খেলাটির বর্ণনা দাও হরিদা কী কাণ্ড ঘটিয়ে ছিল.
22) অন্ধের বিরুদ্ধে গান কবিতায় কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তারান. কবি কোথায় রক্ত মোছেন ?
জ্ঞানচক্ষু :
1) পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে— কোন্ ঘটনাকে ‘ অলৌকিক ঘটনা ‘ বলা হয়েছে ?
2) “রত্নের মূল্য জহুরির কাছেই।” – এমন উক্তির কারণ কী?
3) জ্ঞানচক্ষু গল্পে কেন্দ্রীয় চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ?
বহুরূপী :
1) ‘ হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে ? —জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কী বোঝ ? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কী ?
2) “কিন্তু দোকানদার হেসে ফেলে” – কার কী কাণ্ড দেখে দোকানদার হেসেছিল?
3) হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন ? তিনি কাকে কিভাবে বোকা বানিয়েছিলেন ?
পথের দাবী :
1) “যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি”- কে কার সম্পর্কে এই উক্তি করেছিল? বক্তার এরূপ উক্তির কারণ কী?
2) ‘ আমি ভীরু , কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না ‘ — বক্তা কাকে এ কথা বলেছিলেন ? কোন্ অবিচারের দণ্ডভোগ তাঁকে ব্যথিত করেছিল ?
3) ” বুড়ো মানুষের কথাটা শুনো। ” – বুড়ো মানুষ কে?? তাঁর কোন্ কথা তিনি কাকে শুনতে বলেছেন??
নদীর বিদ্রোহ :
1) ‘ আজও সে সেইখানে গিয়া বসিল । — সে কোথায় গিয়ে বসল ? তার সেখানে বসার কারণ কী ছিল ?
2) ‘নদীর বিদ্রোহ’ গল্পে নদের চাঁদের নদীর প্রতি যে ভালোবাসা তা আলোচনা কর।
3) ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে, কীভাবে নদীর বিদ্রোহের কারণ বুঝেছিল? এই বিদ্রোহের কারণ কী?
অদল বদল :
1) ‘ অদল বদল ’ গল্পে অমৃত চরিত্রটি বিশ্লেষণ করো ।
2) “ অদল বদল ’ গল্পে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় ফুটে উঠেছে তা আলােচনা করাে।
অসুখী একজন :
1) যেখানে ছিল শহর’— ‘ যেখানে ‘ শব্দটি প্রয়োগ করার কারণ কা ? শহরটির কী হয়েছিল ?
2) “সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।”—‘সব’ বলতে কী বোঝানো ইয়েছে? তা কীভাবে আগুনে জ্বলে যায় আলোচনা করো।
3) “তারপর যুদ্ধ এল”- যুদ্ধ কীভাবে এসেছিল? ফল কী হয়েছিল?
আয় আরো বেধে বেধে থাকি :
1) “ আমাদের ডানপাশে ধ্বস / আমাদের বাঁয়ে গিরিখাদ সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যের তাৎপর্য লেখো ।
2) আমাদের শিশুদের শব’— ‘ শিশুদের শব ’ বলতে বক্তা কী বুঝিয়েছেন ? ‘ শব ‘ শব্দটির অর্থ কী ?
3) “আমাদের পথ নেই আর’—’আমরা’ কারা? পথ নেই কেন? পথহীন মানুষগুলোর কর্তব্য কী?
আফ্রিকা :
1) চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।। —কাকে এ কথা বলা হয়েছে ? কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হল ?
2) “এসো যুগান্তের কবি”—যুগান্তের কবিকে কোথায় আসতে বলা হয়েছে? সেখানে এসে তিনি কী করবেন?
3) “হায় ছায়াবৃতা” – ‘ছায়াবৃতা’ বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখাে।
অভিষেক :
1) অভিষেক করিলা কুমারে — পাঠ্য কবিতা অবলম্বনে ‘ কুমার ‘ – এর চরিত্রবিশ্লেষণ করো ।
2) “নাদিলা কর্পূরদল হেরি বীরবরে/মহাগর্বে।”—কাদের ‘কর্পূরদল’ বলা হয়েছে? বীরবরকে দেখে তাদের গর্বের কারণ কী?
3) “ অম্বুরাশি – সুতা উত্তরিলা ” — ‘ অম্বুরাশি – সুতা ’ কী উত্তর দিলেন ? অথবা , ‘ অম্বুরাশি – সুতা ’ কে ? তিনি কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ?
প্রলয়ল্লাস :
1) প্রতিবাদী কবিতা হিসেবে ‘ প্রলয়োল্লাস ‘ কতখানি সার্থকতা লাভ করেছে , তা কবিতা অবলম্বনে আলোচনা করো ।
2) “বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর!” – এই ভয়ংকরের আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো।
3) “সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়”-তার বলতে কার কথা বলা হয়েছে ? তার চামর ঢুলানোর প্রসঙ্গে কী বোঝানো হয়েছে ?
অস্ত্রের বিরুদ্ধে গান :
1) ‘ আমি এখন হাজার হাতে পায়ে কোন কবির কোন কবিতা থেকে নেওয়া ? ‘ আমি ‘ কে ? ‘ হাজার হাতে পায়ে বলতে তিনি কী বুঝিয়েছেন ব্যাখ্যা করো ।
2) “আমার শুধু একটা কোকিল”—বক্তা কে? এ কথার মধ্যে দিয়ে কবিকী বোঝাতে চেয়েছেন?
3) যুদ্ধবিরােধী কবিতা হিসাবে অন্ত্রের বিরুদ্ধে গান কবিতার বক্তব্য লেখাে?
সিন্ধুতীরে :
1) তথা কন্যা থাকে সর্বক্ষণ । ” – কোন কন্যার কথা বলা হয়েছে ? কন্যা কোথায় এবং কেন সর্বক্ষণ থাকে ?
2) কন্যা পাইলা চেতন।”— পঞ্চকন্যা কে কে? তাদের অচৈতন্যের কারণ কী? কীভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল?
3) পদ্মা কে? সে কীরূপ উদ্যান রচনা করেছিল?
How To Download Madhyamik Bengali Suggestion 2024?
You can easily download the Madhyamik Pariksha Bengali Suggestion in PDF format. So, practice and solve the questions and answer. Also, download the file in Bengali Language. To download the Madhyamik Bengali suggestion, follow these steps:
- Open a web browser on your computer or mobile device.
- Go to a reliable educational website that provides Madhyamik Bengali suggestions. You can search for websites through search engines like Google.
- Once you find a suitable website, navigate to the section for Madhyamik Bengali suggestions.
- Look for the specific year or exam session you are preparing for.
- Click on the download link or button associated with the Madhyamik Bengali suggestion for that particular year.
- Depending on the website, you may be required to complete a captcha or sign in with your credentials.
- After completing any necessary steps, the download should begin automatically.
- Once the download is complete, locate the downloaded file on your computer or mobile device.
- Open the file to access the Madhyamik Bengali suggestion and start using it for your exam preparation.
Remember to verify the authenticity and accuracy of the suggestion from reliable sources and consult your teachers or mentors for guidance in your exam preparation.
Benefits of Madhyamik Bengali Suggestion 2024
Madhyamik Bengali Suggestion can help students prepare for their 10th-grade Bengali language exam. Step-by-step benefits:
- Comprehensive Coverage: The Madhyamik Bengali Suggestion covers the full course, ensuring students don’t miss essential topics or chapters.
- Time Management: By identifying important topics, the proposal helps students prioritise their study strategy.
- Focus on Important Questions: The recommendation lists key exam questions. This helps pupils prioritise their study time.
- Exam Pattern Familiarity: Following the recommendation familiarises students with the exam pattern and question types, helping them understand the exam format.
- Students gain confidence by practising exam-like questions. Familiarity lessens exam anxiety.
- Revision Aid: The proposal provides a succinct outline of the topics students need to revise before the exam.
- Performance Improvement: Students can improve by identifying their Bengali language strengths and shortcomings.
- Higher Scores: Following the advice improves Madhyamik Bengali test scores and academic performance.
- Stress Reduction: By offering a clear path for exam preparation, the idea decreases student stress.
- Time-saving: Students can use the advice to save time searching for relevant study materials or guessing what topics to focus on.
FAQs
Madhyamik Bengali Suggestion refers to a set of predicted questions or topics that are commonly expected to appear in the Madhyamik (10th-grade) Bengali examination.
You can obtain Madhyamik Bengali Suggestion from various sources such as coaching centers, online platforms, study materials, or by seeking guidance from teachers or seniors.
Several publishers release Madhyamik Bengali Suggestions, and their quality may vary. Look for reputable publishers or consult with experienced teachers for reliable suggestions.
Yes, Madhyamik Bengali Suggestion can provide insights into the exam pattern, frequently asked topics, and question formats, helping you understand the structure of the exam.
For further information, keep visiting our website www.wbboardsolution.com. We have given all information in this post. For Madhyamik Bengali Suggestion 2024 of all subjects, please visit the homepage of our website.