WB Board Class 11 Philosophy Suggestion for 2024 – Important suggestive questions for the upcoming Class 11 Philosophy Exams are given here. Students may read those questions and prepare better for the expected questions.
পাশ্চাত্য দর্শন :
1) ভাববাদ কাকে বলে? বার্কলে-র আত্মগত ভাববাদ সমালোচনাসহ ব্যাখ্যা কর।
2) বাচনিক জ্ঞান কাকে বলে এবং বাচনিক জ্ঞানের কয়টি শর্তগুলি আলোচনা কর।
3) জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচার মূলক অভিমত ব্যাখ্যা করো।
4) লৌকিক বস্তুবাদ বলতে কি বোঝো? এই বক্তব্য সমালোচনাসহ ব্যাখ্যা কর।
5) বুদ্ধিবাদীদের মূল বক্তব্যগুলি কী কী? এই মতবাদের ত্রুটিগুলি ব্যাখ্যা করো ।
ভারতীয় দর্শন :
1) নির্বিকল্পক ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নির্বিকল্পক প্রত্যক্ষকে কীভাবে জানা যায়?
2) কর্মযোগ বলতে কি বোঝো? বিবেকানন্দ কিভাবে কর্মযোগ অনুশীলনের মাধ্যমে মুক্তিলাভের কথা বলেছেন?
3) নির্বিকল্পক ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নির্বিকল্পক প্রত্যক্ষকে কীভাবে জানা সম্ভব ?
4) রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং তা বিশ্লেষণ করো।
5) ব্যাপ্তি কাকে বলে? ব্যাক্তি গ্রহ কিভাবে জানা যায় – আলোচনা করো।
Others Questions :
1) সন্নিকর্ষ কাকে বলে? দৃষ্টান্তসহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ গুলি আলোচনা করো।
2) মানবতাবাদ কী? রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানবধর্ম এবং মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো।
3) হিউমের মতে দুঃখের উৎস কি ?
4) জ্ঞানের কয়টি স্তর ও কি কি ?
5) দর্শন বলতে কি বোঝো ?