West Bengal Board (WBCHSE) Class 11 Geography Suggestion 2024 – Chapter wise Class 11 Geography Suggestions are provided in this page. Download the questions and solve them in order to get good marks in your upcoming Class XI Exam.
শাস্ত্র হিসেবে ভূগোল :
1) ভূগোলের বিভিন্ন শাখা ও পরিধি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।
2) জলবায়ুবিদ্যা কাকে বলে? জলবায়ুবিদ্যার উদ্দেশ্য কী?
3) প্রণালীবদ্ধ ও আঞ্চলিক ভূগোলের দু’টি পার্থক্য লেখো ।
প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ :
1) সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বটি ব্যাখ্যা করো । পাত সঞ্চালনের দু’টি কারণ লেখো ।
2) পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কান্ট ও ল্যাপলাসের মতবাদটি সংক্ষেপে লেখো । মহাদেশীয় সঞ্জুরণের সম্পর্কে সংক্ষেপে লেখো ।
3) সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রমশ উচ্চতাবৃদ্ধির সাথে সাথে অভিকর্ষের মানের কী পরিবর্তন হয়?
মহাসাগরতলের ভূপ্রকৃতি – বারিমন্ডল :
1) ভারত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো ।
2) আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো ।
সামুদ্রিক সঞ্চয় – বারিমন্ডল :
1) অবস্থান অনুসারে সামুদ্রিক অবক্ষেপের শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো । সমুদ্রসম্পদের গুরুত্ব লেখো ।
সমুদ্রজলের উন্নতা, লবণতা ও ঘনত্ব – বারিমন্ডল :
1) লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জল অপেক্ষা অধিক লবণাক্ত কেন ? ভূমধ্যসাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের তুলনায় উন্নতর কেন ?
2) সমুদ্রজলে লবণতার তারতম্যের কারণ কী ? সমুদ্রজলে লবণতার নিয়ন্ত্রকগুলি কী ?
সমুদ্রস্রোত – বারিমন্ডল :
1) সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো ।
2) প্রশান্ত মহাসাগরের স্রোতের বর্ণনা দাও ।
3) জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল লেখো
জীবমন্ডল :
1) বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করার উপায়গুলি লেখো ।
2) উৎপাদক ও খাদক / উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য লেখো ।
3) জীবমণ্ডল কাকে বলে ? জীবমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী ?
সম্পদ :
1) সম্পদের সংজ্ঞা দাও । এর বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ করো ।
অরণ্য ও অরণ্যসম্পদ – বিশ্বসম্পদের ব্যাবহার :
1) ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো ।
2) অরণ্যসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো । সরলবর্গীয় অরণ্য কাষ্ঠশিল্পে উন্নত কেন ?
মৎস সংগ্রহ – বিশ্বসম্পদের ব্যাবহার :
1) মৎস্যশিকারের বিভিন্ন পদ্ধতি কী কী তা সংক্ষেপে আলোচনা করো । ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক মৎসচাষ উন্নত না হওয়ার কারণ কী কী ?
2) জাপানে মৎস্যচাষের অবনতির কারণ কী ? ভারতে মৎস্যচাষের অবনতির কারণ কী ?
ভূমির ব্যাবহার – বিশ্বসম্পদের ব্যাবহার :
1) আমেরিকা যুক্তরাষ্ট্র , কানাডা , জাপান ও ব্রাজিলের ভূমির ব্যবহার ও ধরন সম্পর্কে লেখো ।
জলসম্পদ : জলসেচ ও জল সংরক্ষণ – বিশ্বসম্পদের ব্যাবহার :
1) অত্যধিক জলসেচের কুফলগুলি আলোচনা করো । কূপ ও নলকূপ সেচ ব্যবস্থার সুবিধা – অসুবিধা সংক্ষেপে লেখো ।
2) জলসেচের প্রয়োজনীয়তা কী ? জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে লেখো । মিশরের কৃষির উন্নতিতে জলসেচের অবদান কী ?
খনিজ ও শক্তি সম্পদ – বিশ্বসম্পদের ব্যাবহার :
1) ভারতের লৌহ আকরিক উত্তোলক অঞ্চলগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও ।
2) পারমাণবিক বা আণবিক শক্তির ব্যবহারগুলি লেখো ।